আমরা বিভিন্ন প্রোগ্রামিং
ভাষা
গুলো
তে
হিসাব-নিকাশ
করার
জন্য
সাধারণত
int
(32-bit) বা long
(64-bit) টাইপের ডাটা ব্যাবহার করে থাকি। এদের মধ্যে int ডাটা দিয়ে খুব বড় নাম্বার গুলোর হিসাব-নিকাশ করা
না গেলেও long ডাটা দিয়ে মোটামুটি 1018 এর কাছাকাছি সংখ্যা
গুলো এক্সেস করা যায়। সমস্যা হয় তখন যখন আমাদেরকে এর চেয়েও অনেক অনেক গুণ বড়
সংখ্যা গুলো এক্সেস করার দরকার হয়। তখন আমরা কোন সাধারান ডাটা দিয়ে সরাসরি এদের হিসাব-নিকাশ
করতে পারি না, কারন এতে করে আমাদের ভেরিয়েবল গুলো তে ডাটার ওভারফ্লো হয়।
এধরণের
সমস্যা
দূর
করার
জন্য
Java তে
BigInteger
নামের
একটি
বিল্ট-ইন
ক্লাস
তৈরি
করা
আছে। যা দিয়ে খুব সহজেই অনেক বড় বড় সংখ্যার হিসাব-নিকাশ করে ফেলা যায়। BigInteger এর সাইজ JVM এর
পর্যাপ্ত
মেমোরির
উপর
নির্ভর
করে।
তবে
প্রয়োজন
ছাড়া
এটি
ব্যাবহার
করা
উচিত
নয়,
কারণ
BigInteger
সাধারন
ডাটা-টাইপ
এর
তুলনায়
অনেক
ধীরে
কাজ
করে।
এখন
তাহলে
দেখা
যাক
বিগ
ইন্টিজার
ব্যাবহার
করে
আমরা
কি
কি
কাজ
এবং
কিভাবে
করতে
পারি-
প্যাকেজ ইম্পোর্ট করাঃ
BigInteger ক্লাস টি জাভার math প্যাকেজের অন্তর্ভুক্ত।
তাই BigInteger ব্যাবহার করার জন্য আমাদেরকে প্রথমেই math প্যাকেজ টি ইম্পোর্ট করে
নিতে হবে।
import
java.math.BigInteger;
ভেরিয়েবল ডিক্লেয়ার করাঃ
বিগ ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করা অন্য
সব ডাটা টাইপের মতই। এটি মূলত BigInteger এর অবজেক্ট তৈরি করা হয়। যেমন, আমরা যদি a, b এবং c নামের তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদের এভাবে লিখতে
হবে-
BigInteger
a, b, c;
ইনপুট/ আউটপুটঃ
BigInteger এর ইনপুট/ আউটপুট ও অন্য সব ডাটা টাইপের
মতই। যেমন, আমরা যদি একটি ভেরিয়েবলের মান ইনপুট নিয়ে তা আউটপুটে দেখাতে চাই তাহলে
আমাদের প্রোগ্রাম টি এভাবে লিখতে হবে-
import java.util.*; import java.math.*; public class Main { public static void main(String[] args) { Scanner sc = new Scanner (System.in); BigInteger n; n = sc.nextBigInteger(); System.out.println(n); } }
ভ্যালু অ্যাসাইন করাঃ
আমাদেরকে অনেক সময় এক ভেরিয়েবলের মান অন্য
ভেরিয়েবলে অথবা সরাসরি কোন মান একটি ভেরিয়েবলে অ্যাসাইন করার প্রয়োজন হতে পারে। এক
ভেরিয়েবল থেকে অন্য ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে আমরা সরাসরি ‘=’ ব্যাবহার করতে
পারি। যেমন, একটি ভেরিয়েবল b এর মান অপর একটি ভেরিয়েবল a তে অ্যাসাইন করতে চাইলে হলে লিখতে হবে-
BigInteger a = b;
কিন্তু সরাসরি যদি কোন মান একটি ভেরিয়েবলে
অ্যাসাইন করতে চাই, তাহলে BigInteger এর কন্সট্রাক্টর ব্যাবহার করে ভেরিয়েবলে (BigInteger অবজেক্ট) তার মান অ্যাসাইন করতে হবে। BigInteger এর কন্সট্রাক্টর টি প্যারামিটার হিসেবে
একটি নাম্বারের স্ট্রিং নিয়ে থাকে। যেমন-
BigInteger
n = new BigInteger("1234567890123456789");
আবার আমরা BigInteger.valueOf(int_value) ব্যাবহার করে যেকোনো
ইন্টিজার রেঞ্জের সংখ্যা কে সরাসরি BigInteger হিসেবে ব্যাবহার করতে পারি।
BigInteger অ্যারেঃ
BigInteger এর আবার অ্যারে!? হ্যা। অবাক হবার কিছু
নেই ☺। বিগ-ইন্টিজারের অ্যারে ও আমরা ব্যাবহার
করতে পারি। এটিও অন্য সব ডাটা টাইপের অ্যারে এর মতই।
BigInteger[]
array_name = new
BigInteger[array_size];
এখন আমরা চাইলে এই
অ্যারে টাকে সোর্ট ও করে ফেলতে পারি ☺। সম্পুর্ন অ্যারে
সোর্ট করতে চাইলে লিখতে হবে Arrays.sort(array_name); আর কোন একটা নির্দিষ্ট রেঞ্জের ভ্যালু গুলো সোর্ট করতে চাইলে লিখতে
হবে Arrays.sort(array_name,
fromIndex, toIndex+1);। সোর্ট
করার ক্ষেত্রে খেয়াল
রাখতে হবে যাতে অ্যারে টির কোন ইন্ডেক্সে নাল ভ্যালু না থাকে, তা নাহলে আমাদের
প্রোগ্রাম টি এক্সেপশন থ্রো করবে।
BigInteger এর মেথডঃ
জাভার BigInteger ক্লাসে অনেক গুলো
মেথড আছে, যা ব্যাবহার করে আমরা বিগ-ইন্টিজার দিয়ে অনেক বড় বড় সমস্যা খুব সহজেই
সমাধান করে ফেলতে পারি। আমি এখানে প্রয়োজনীয় কিছু মেথড নিয়ে আলচনা করছি।
যোগ/ বিয়োগ/ গুণ/
ভাগ করাঃ
দুটি
বিগ-ইন্টিজার যোগ করার জন্য আমাদেরকে add() মেথড টি
ব্যাবহার করতে হবে। যেমন ধরো আমরা a এবং b দুটি সংখ্যা
যোগ করে ans নামের একটি ভেরিয়েবলে
রাখতে চাই। তাহলে আমাদের লিখতে হবে-
BigInteger ans = a.add(b);
একই ভাবে বিয়োগ করার
জন্য subtract(), গুণ করার জন্য multiply(), এবং ভাগ করার জন্য
আমাদেরকে divide() মেথড ব্যাবহার করতে
হবে।
ভাগশেষ বের করাঃ
একটি সংখ্যা কে অপর
একটি সংখ্যা দিয়ে ভাগ করার পর অবশিষ্ট ভাগশেষ বা mod ভ্যালু বের করতে
চাইলে আমাদেরকে mod()
মেথড
টি ব্যাবহার করতে হবে। যেমন, আমরা যদি একটি সংখ্যা a কে অপর একটি সংখ্যা m দিয়ে mod করতে চাই তাহলে
আমাদের লিখতে হবে-
BigInteger ans
= a.mod(m);
এছাড়াও remainder()
মেথড
টি দিয়ে একই কাজ করা যায়।
কম্পেয়ার করাঃ
অন্য সব ডাটা টাইপের মত বিগ ইন্টিজারে
আমরা দুটি সংখ্যা তুলনা করার জন্য ==, > বা < ব্যাবহার করতে পারি না। দুটি
বিগ-ইন্টিজার সমান কিনা তা দেখার জন্য আমাদের equals() মেথড টি ব্যাবহার করতে হয়। সংখ্যা দুটি সমান হলে মেথড টি true রিটার্ন করে, তা
নাহলে false রিটার্ন করে। দুটি বিগ-ইন্টিজার কম্পেয়ার করার জন্য
জাভার BigInteger
ক্লাসে compareTo() মেথড
আছে। এই মেথড টি একটি ইন্টিজার সংখ্যা রিটার্ন করে। আমরা যখন দুটি সংখ্যা কম্পেয়ের
করবো তখন প্রথম সংখ্যা টি যদি দ্বিতীয় সংখ্যার চেয়ে ছোটো হয় তাহলে মেথড টি -1 রিটার্ন করবে, সংখ্যা দুটি যদি সমান হয়
তাহলে 0 রিটার্ন করবে এবং প্রথম সংখ্যা টি যদি বড় হয়
তাহলে 1 রিটার্ন করবে। নিচের কোড টি রান করে দেখো,
তাহলে বিষয় টা আর ভাল ভাবে বুঝতে পারবে।
import java.util.*; import java.math.*; public class Main { public static void main(String[] args) { Scanner sc = new Scanner (System.in); BigInteger a, b; a = sc.nextBigInteger(); b = sc.nextBigInteger(); int cmp = a.compareTo(b); if(cmp == -1) System.out.println("a is less than b"); else if(cmp == 0) System.out.println("a is equal to b"); else if(cmp == 1) System.out.println("a is greater than b"); } }
পাওয়ার বের করাঃ
আমরা
চাইলে
বিগ-ইন্টিজারের
পাওয়ারও
বের
করতে
পারি।
এজন্য
আমাদেরকে pow()
মেথড
টি
ব্যাবহার
করতে
হবে। তবে
এই
মেথড
টি
প্যারামিটার
হিসেবে
একটি
ইন্টিজার
গ্রহন
করে,
তাই
পাওয়ার
এর
মান
টি
অবশ্যই
int
ডাটা
টাইপের
রেঞ্জের
মধ্যে
হতে
হবে।। কোন
একটি
সংখ্যা
n
এর
পাওয়ার
p
বের
করতে
চাইলে
আমাদের
লিখতে
হবে-
BigInteger
ans = n.pow(p);
বিগ-মড ভ্যালু বের
করাঃ
বিগ-মড বা (np)%m এক্সপ্রেশনের মান বের
করার জন্য বিগ-ইন্টিজারের modpow()
মেথড
আছে। মেথড টি প্যারামিটার হিসেবে দুটি BigInteger নিয়ে থাকে। এখন
আমরা যদি কোন একটি সংখ্যা n এর পাওয়ার p কে অপর একটি সংখ্যা
m দিয়ে mod করতে চাই তাহলে
আমাদের লিখতে হবে-
BigInteger
ans = n.modPow(p,m);
মডুলার-ইনভার্স
ভ্যালু বের করাঃ
মডুলার-ইনভার্স বের
করার জন্য বিগ-ইন্টিজারে modInverse() একটি মেথড আছে। তবে এজন্য আমরা যে
সংখ্যার মডুলার-ইনভার্স বের করতে চাই এবং যে সংখ্যা টি দিয়ে mod করতে চাই, তাদেরকে
অবশ্যই রিলেটিভলি-প্রাইম হতে হবে। এখন আমরা যদি কোন একটি সংখ্যা n এর মডুলার-ইনভার্স
বের করতে চাই এবং যে সংখ্যা টি দিয়ে mod করবো তা যদি m হয় তাহলে আমাদের লিখতে হবে-
BigInteger
ans = n.modInverse(m);
GCD বের করাঃ
দুটি
সংখ্যার
Greatest Common Divisor (GCD) বের করার জন্য বিগ-ইন্টিজারে gcd() মেথড টি আছে। দুটি সংখ্যা a এবং b এর GCD বের করতে চাইলে আমাদের লিখতে হবে-
BigInteger
ans = a.gcd(b);
ম্যাক্সিমাম/
মিনিমাম বের করাঃ
জাভার বিগ-ইন্টিজারে
দুটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা বের করার জন্য max() এবং ক্ষুদ্রতর
সংখ্যা বের করার জন্য min()
মেথড
রয়েছে। দুটি সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম বা মিনিমাম বের করার জন্য আমাদের লিখতে
হবে-
BigInteger largest = a.max(b);
BigInteger smallest = a.min(b);
BigInteger smallest = a.min(b);
Absolute মান বের করাঃ
কোন সংখ্যার পরম মান
বা Absolute value বের করার জন্য
বিগ-ইন্টিজারে abs()
একটি
মেথড আছে। কোন একটি সংখ্যা n এর Absolute
মান
বের করতে চাইলে লিখতে হবে-
BigInteger
ans = a.abs();
সম্ভাব্য-প্রাইম
নাম্বারঃ
আমাদের
কে অনেক সময়
প্রাইম নাম্বার
বের করার প্রয়োজন
হতে পারে। বিশেষ
করে ক্রিপ্টোগ্রাফীর জন্য
প্রাইম নাম্বার
জেনারেট করা
অনেক জরুরি। একটি বিগ-ইন্টিজার
সম্ভাব্য প্রাইম
নাম্বার কি
না তাও আমরা
বের করতে পারি।
এজন্য BigInteger ক্লাসে isProbablePrime() মেথড আছে।
মেথড টি তে
probabilistic primality
টেস্টের
জন্য
Miller–Rabin
অ্যালগরিদম
ব্যাবহার
করা
হয়েছে।
মেথড টি প্যারামিটারে
certainty হিসেবে একটি
ইন্টিজার ভ্যালু
নিয়ে থাকে এবং
একটি বুলিয়ান ডাটা
রিটার্ন করে।
certainty
দিয়ে অসম্ভাব্যতার হার
বের করা হয়।
তারপর তা থেকে
সম্ভাব্যতার হার
বের করা হয়।
সম্ভাব্যতার হার
বের করা হয়
(1
- 0.5certainty) এভাবে।
কোন একটি সংখ্যা
প্রাইম নাম্বার
হবার সম্ভাব্যতা যদি
এই মান কে
অতিক্রম করে
তাহলে মেথড টি
true
রিটার্ন করে,
অন্যথায় false রিটার্ন
করে। অর্থাৎ certainty এর মান
যত বড় হবে,
সম্ভাব্যতার হার
তত বাড়বে। আবার
অন্য দিকে সম্ভাব্যতার
হার যত বাড়বে,
প্রোগ্রামের এক্সিকিউশন
টাইম ততো বেশি
লাগবে। তাই
এটা ব্যাবহারকারীর উপর
নির্ভর করে
যে সে কতটুকু
সময়ের মধ্যে কত
সম্ভাব্যতার প্রাইম
নাম্বার চায়।
কোন
একটি
সংখ্যা
n, certainty c এর সাপেক্ষে প্রাইম কি না বের করতে হলে আমাদের লিখতে হবে-
boolean
flag = n.isProbablePrime(c);
আবার কোন একটি সংখ্যার পরবর্তি কোন সংখ্যা টি একটি সম্ভাব্য প্রাইম তা
বের করার জন্য বিগ ইন্টিজারে আছে nextProbablePrime() মেথড। মেথড টি একটি
সম্ভাব্য প্রাইম নাম্বার রিটার্ন করে এবং রিটার্ন করা নাম্বার
টি একটি কম্পোজিট নাম্বার হবার সম্ভাব্যতা থাকে 2-100 এর কম। কোন একটি সংখ্যা n এর পরবর্তি সম্ভাব্য প্রাইম সংখ্যা টি বের করতে হলে আমাদের লিখতে হবে-
BigInteger ans = n .nextProbablePrime();
আমাদের অনেক সময় র্যান্ডম
প্রাইম
নাম্বারের দরকার হতে পারে। বিগ ইন্টিজারে র্যান্ডম ভাবেও সম্ভাব্য প্রাইম নাম্বার জেনারেট করা যায়। এজন্য বিগ ইন্টিজারে probablePrime() মেথড আছে। মেথড টি প্যারামিটারে bitLength হিসেবে
একটি ইন্টিজার এবং rnd হিসেবে একটি র্যান্ডম ডাটা নিয়ে থাকে। মেথড টির
রিটার্ন করা নাম্বার টি এই bitLength সংখ্যক
বিটের হবে। মেথড টি কল করার সময় এর মান সব সময় 2 বা তার বেশি হতে হবে। আর rnd হচ্ছে একটি র্যান্ডম
বিট সোর্স, একটি সম্ভাব্য প্রাইম নাম্বার রিটার্ন করার জন্য যার primality টেস্ট
করা হয়। মেথড টি একটি সম্ভাব্য প্রাইম নাম্বার রিটার্ন করে এবং রিটার্ন
করা নাম্বার টি একটি কম্পোজিট নাম্বার হবার সম্ভাব্যতা থাকে 2-100 এর কম। এখন আমাদের যদি n সংখ্যক বিটের একটি র্যান্ডম সম্ভাব্য প্রাইম
নাম্বার বের করতে হয়, তাহলে আমাদের লিখতে হবে-
BigInteger ans = BigInteger.probablePrime(n, rnd);
Bitwise অপারেশনঃ
AND
(a&b): বিগ
ইন্টিজারের বিট-ওয়াইজ AND
ভ্যালু
বের করার জন্য রয়েছে and() মেথড। দুটি বিগ ইন্টিজার a এবং b এর AND
ভ্যালু
বের করতে চাইলে আমাদের লিখতে হবে-
BigInteger
ans = a.and(b);
OR (a|b): বিগ
ইন্টিজারের বিট-ওয়াইজ OR
ভ্যালু
বের করার জন্য রয়েছে or() মেথড। দুটি বিগ ইন্টিজার a এবং b এর OR
ভ্যালু
বের করতে চাইলে আমাদের লিখতে হবে-
BigInteger
ans = a.or(b);
XOR (a^b): বিগ
ইন্টিজারে xor() মেথড টি
দিয়ে বিট-ওয়াইজ XOR
বা Exclusive
OR ভ্যালু
বের করা হয়। দুটি বিগ ইন্টিজার a এবং b এর XOR ভ্যালু
বের করতে চাইলে আমাদের লিখতে হবে-
BigInteger
ans = a.xor(b);
NOT
(~a): বিগ ইন্টিজারের বিট-ওয়াইজ NOT
ভ্যালু
বের করার জন্য রয়েছে not() মেথড। কোন একটি বিগ ইন্টিজার a এর NOT ভ্যালু
বের করতে চাইলে আমাদের লিখতে হবে-
BigInteger
ans = a.not();
Shift-Left
(a<<n): আমরা চাইলে বিগ ইন্টিজারের বিট গুলো কে শিফট
ও করতে পারি। বিট গুলো কে বাম দিকে শিফট করার জন্য আমাদেরকে shiftLeft()
মেথড টি ব্যাবহার করতে হবে। মেথড টি প্যারামিটারে একটি ইন্টিজার সংখ্যা নিয়ে থাকে।
একটি নাম্বারের বিট গুলো কে আমরা বাম দিকে কত বিট শিফট করবো এটা হচ্ছে তার মান।
কোন একটি সংখ্যা a কে আমরা যদি n বিট বামে শিফট করতে চাই, তাহলে লিখতে হবে-
BigInteger
ans = a.shiftLeft(n);
Shift-Right (a>>n): বিগ
ইন্টিজারের বিট
গুলো কে ডান দিকে শিফট করার জন্য আমাদেরকে shiftRight() মেথড টি ব্যাবহার করতে হবে। এটি shiftLeft()
মেথড টির মতই। কোন একটি সংখ্যা a কে আমরা যদি n বিট ডানে শিফট করতে চাই, তাহলে লিখতে হবে-
BigInteger
ans = a.shiftRight(n);
Test-Bit (a&(1<<n)): একটি বিগ
ইন্টিজারের n তম বিট টি 0 নাকি
1 তা বের করার জন্য BigInteger
ক্লাসে আছে testBit() মেথড। মেথড টি প্যারামিটারে n এর মান নেয়
এবং n
তম বিট টি 1 হলে true
রিটার্ন করে আর 0 হলে false রিটার্ন করে। এখন আমরা যদি কোন একটি সংখ্যা a এর n তম বিট চেক
করতে চাই, তাহলে লিখতে হবে-
boolean flag = a.testBit(n);
Clear-Bit (a & ~(1<<n)): একটি বিগ
ইন্টিজারের কোন একটি বিট কে 0 করতে হলে আমাদের clearBit()
মেথড টি ব্যাবহার করতে হবে। কোন একটি সংখ্যা a এর n তম বিট টি কে 0 করতে চাইলে আমাদের লিখতে হবে-
BigInteger
ans = a.clearBit(n);
Set-Bit (a|(1<<n)): একটি বিগ
ইন্টিজারের কোন একটি বিট কে 1 করতে হলে আমাদের setBit()
মেথড টি ব্যাবহার করতে হবে। কোন একটি সংখ্যা a এর n তম বিট টি কে 1 করতে চাইলে আমাদের লিখতে হবে-
BigInteger
ans = a.setBit(n);
Flip-Bit (a ^ (1<<n)): একটি বিগ
ইন্টিজারের কোন একটি বিট কে ফ্লিপ করতে হলে অর্থাৎ 0 থাকলে 1
করতে অথবা 1 থাকনে 0 করতে চাইলে আমাদের flipBit() মেথড টি
ব্যাবহার করতে হবে। কোন একটি সংখ্যা a এর n তম বিট টি কে ফ্লিপ করতে চাইলে আমাদের লিখতে
হবে-
BigInteger
ans = a.flipBit(n);
AND-NOT (a & ~b): দুটি বিগ
ইন্টিজারের বিট-ওয়াইজ AND-NOT ভ্যালু
বের করতে চাইলে আমাদেরকে andNot() মেথড টি ব্যাবহার করতে হবে। দুটি বিগ ইন্টিজার a এবং b এর AND-NOT ভ্যালু
বের করতে চাইলে আমাদের লিখতে হবে-
BigInteger ans = a.andNot(b);
Lowest Set Bit (log2(a & -a)): কোন সংখ্যার সবচেয়ে ছোট কোন বিটে 1 আছে তা বের করার জন্য বিগ ইন্টিজারে getLowestSetBit() মেথড আছে। কোন একটি বিগ ইন্টিজার a এর সবচেয়ে ছোট কোন বিট টি 1 তা বের করতে চাইলে আমাদের লিখতে হবে-
int ans = a.getLowestSetBit();
আরো কিছু
প্রয়োজনীয় মেথডঃ
toString(): বিগ ইন্টিজার কে
স্ট্রিং এ কনভার্ট করতে ব্যাবহার করা হয়।
toByteArray(): বিগ ইন্টিজার কে
বাইট-অ্যারে তে কনভার্ট করতে ব্যাবহার করা হয়।
negate(): বিগ ইন্টিজারের সাইন পরিবর্তন করতে ব্যাবহার করা হয়।
bitCount(): কোন
সংখ্যার 2’s complement এ সাইন বিটের বিপরীত কয়টি বিট আছে তা বের করার
জন্য ব্যাবহার করা হয়।
bitLength():
একটি
সংখ্যা কে বাইনারি বেইজে রিপ্রেজেন্ট করতে (সাইন বিট ছাড়া) কয়টি বিটের প্রয়োজন তা
জানার জন্য ব্যাবহার করা হয়।
signum(): কোন সংখ্যা ধনাত্মক,
ঋণাত্মক অথবা শূন্য কি না তা জানার জন্য ব্যাবহার করা হয়। ধনাত্মক হলে 1, ঋণাত্মক হলে -1 এবং শূন্য হলে মেথড টি 0 রিটার্ন করে।
intValue(): BigInteger
থেকে int ডাটায়
কনভার্ট করতে ব্যাবহার করা হয়। তবে এ ক্ষেত্রে ডাটা ওভারফ্লো হলে মেথড টি কোন
এক্সেপশন থ্রো করে না। এক্ষেত্রে intValueExact() ব্যাবহার করলে এই
মেথড টি এক্সেপশন থ্রো করে।
longValue(): BigInteger থেকে long ডাটায়
কনভার্ট করতে ব্যাবহার করা হয়। এই মেথড টি ও ডাটা ওভারফ্লো হলে এক্সেপশন থ্রো করে
না। এক্ষেত্রে longValueExact() ব্যাবহার করলে এই
মেথড টি এক্সেপশন থ্রো করে।
floatValue(): BigInteger
থেকে float ডাটায়
কনভার্ট করতে ব্যাবহার করা হয়।
doubleValue(): BigInteger
থেকে double ডাটায়
কনভার্ট করতে ব্যাবহার করা হয়।
hashCode(): হ্যাশ-কোড বের করার
জন্য ব্যাবহার করা হয়।
divideAndRemainder(): মেথড টি দুটি
সংখ্যার ভাগফল এবং ভাগশেষ এক সাথে একটি BigInteger অ্যারে আকারে
রিটার্ন করে। রিটার্ন করা অ্যারে টির [0] ইন্ডেক্সে থাকে
ভাগফলের মান এবং [1] ইন্ডেক্সে থাকে
ভাগশেষ এর মান। নিচের কোড টি রান করে দেখো তাহলে বিষয় টি আরো ভাল ভাবে বুঝতে
পারবে।
import java.util.*; import java.math.*; public class Main { public static void main(String[] args) { Scanner sc = new Scanner (System.in); BigInteger a=sc.nextBigInteger(); BigInteger b=sc.nextBigInteger(); BigInteger arr[] = a.divideAndRemainder(b); System.out.println("Quotient = "+arr[0]); System.out.println("Remainder = "+arr[1]); } }
এই
ছিলো
আমাদের
BigInteger
নিয়ে
আলোচনা।
Java
তে
BigDecimal
নামে
আরো
একটি
ক্লাস
আছে
যা
দিয়ে
Decimal সংখ্যার হিসাব নিকাশ করা যায়। এটির ব্যাবহার BigInteger এর
মতই।
প্রায়
সব
গুলো
মেথড
একই
রকম।
BigInteger
এর
মেথড
গুলোর
সোর্স
কোড
দেখতে
চাইলে
এখানে ঘুরে
আসতে
পারো।
এখন
আসি
প্রবলেম
সল্ভিং
এর
কথায়।
এক্ষেত্রে
আমি
বলবো
জাভার
BigInteger
ব্যাবহার
না
করে
নিজে
কোড
ইমপ্লিমেন্ট
করে
প্রবলেম
সল্ভ
করতে।
এতে
করে
তোমার
প্রোগ্রামিং
এর
দক্ষতা
বাড়বে
আর
তার
সাথে
তোমার
প্রোগ্রামটিও
অনেক
ইফিশিয়েন্ট
হবে। তবে জাভা দিয়ে কোন
প্রোজেক্ট
বা
অ্যাপ্লিকেশন
তৈরি
করতে
অনায়াসে
BigInteger ব্যাবহার করতে পারো। যাই হোক এখন যেহেতু বিগ ইন্টিজার শিখে ফেলেছ, তাই নিচের
প্রবলেম
গুলো
ঝটপট
সমাধান
করে
ফেলো।
হ্যাপি
কোডিং ☺