Saturday, February 8, 2014

ফ্ল্যাশ ড্রাইভে শর্টকাট ফাইল?

আমরা সাধারনত যারা পাবলিক কম্পিউটার (সাইবার ক্যাফে/শিক্ষা প্রতিষ্ঠানে সকলের ব্যাবহারিত কম্পিউটার) ব্যাবহার করি তারা সাধারানত একটি সমস্যার সম্মুখীন হই। সেটি হচ্ছে, কম্পিউটারে ফ্ল্যাশ ড্রাইভ কানেক্ট করার সাথেসাথে ড্রাইভের সব ফাইল গুলো শর্টকাট হয়ে যায়। কম্পিউটারে এক ধরনের ভাইরাস এর আক্রমণে এই সমস্যা সৃষ্টি করে। তখন আমরা ঐ ফাইল গুলকে ব্যাবহার করতে পারলেও মূল ফাইল গুলকে ফেরত আনতে পারিনা। ফলে আমাদের ঐ ফাইল গুলো হারাতে হয়। কিন্তু ফাইল গুলো ফেরত আনা সম্ভব।


প্রথম পদ্ধতি :

এজন্য প্রথমে আমাদের  Run  এ গিয়ে  'cmd' (Command Prompt) লিখে এন্টার চাপতে হবে। এখন আপনার ফ্ল্যাশ ড্রাইভ এর ‘ড্রাইভ লেটার’ টি লিখে এন্টার চাপুন (ড্রাইভ লেটার  G  হলে লিখতে হবে  'G:'   )। এখন নিচের লাইন টি লিখে এন্টার চাপুন...


Attrib  /S  /D  –R  –S  –H

এখন আপনার ফ্ল্যাশ ড্রাইভ টি ওপেন করে দেখুন আপনার মূল ফাইল গুলো এসে গেছে। মূল ফাইল গুলো একটি ফোল্ডার আকারেও আসতে পারে।



দ্বিতীয় পদ্ধতি : 

এজন্য প্রথমে আমাদের  Run  এ গিয়ে  ‘cmd’ (Command Prompt) লিখে এন্টার চাপতে হবে। এখন নিচের লাইন টি লিখে এন্টার চাপুন...


attrib  -h  -r  -s  /s  /d  g:\*.*

এখানে আপনার ফ্ল্যাশ ড্রাইভ এর ড্রাইভ লেটার যদি  'g'   এর পরিবরতে অন্য কিছু হয়, তাহলে সেটা পরিবর্তন করে দিন। এখন আপনার ফ্ল্যাশ ড্রাইভ টি ওপেন করে দেখুন আপনার মূল ফাইল গুলো এসে গেছে।
 




4 comments: