Wednesday, August 27, 2014

ভার্ডিক্ট ইনফর্মেশন

কোন প্রোগ্রামের সোর্স কোড সাবমিট করার পর জাজ তোমার প্রোগ্রাম টি কয়েকটি ধাপে পরীক্ষা করে যে ফলাফল দিবে, তাই হল ভার্ডিক্ট (verdict)। তোমরা যারা সবে মাত্র প্রব্লেম সলভিং শুরু করেছ বা করবে তাদের শুরুতেই এই বিষয় টি জানা জরুরি যে কখন এবং কোন কারনে কোন ভার্ডিক্ট দেয়া হয়। তাহলে তোমরা সহজেই তোমাদের ভুল গুলো ধরতে পারবে।


Accepted : তোমার প্রোগ্রাম টি যদি নির্ধারিত সময় এবং মেমরি ব্যাবহার করে জাজ এর সবকটি ইনপুটের জন্য সঠিক অউটপুট দেয়, তবেই তুমি AC ভার্ডিক্ট পাবে।

Wrong Answer : তোমার প্রোগ্রাম টি যদি জাজ এর কোন এক বা একাধিক ইনপুটের জন্য সঠিক আউটপুট না দেয়, তাহলে তুমি WA ভার্ডিক্ট পাবে।

Presentation Error : তোমার প্রোগ্রামের সব আউটপুট ঠিক কিন্তু তুমি যদি তা সঠিক ভাবে উপস্থাপন করতে না পার, অর্থাৎ তোমার প্রোগ্রাম যদি অতিরিক্ত স্পেস অথবা নিউ-লাইন প্রিন্ট করে তাহলে তুমি PE ভার্ডিক্ট পাবে। তবে কিছু কিছু অনলাইন জাজে এটিকে WA হিসেবেও ধরা হয়।

Time Limit Exceeded : তোমার প্রোগ্রাম টি যদি এক্সিকিউট হতে প্রবলেমের নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় নেয় তাহলে TLE ভার্ডিক্ট দেয়া হয়।

Memory Limit Exceeded : প্রবলেম স্টেটমেন্টে দেয়া নির্ধারিত মেমরির চেয়ে তোমার প্রোগ্রাম টি বেশি মেমরি ব্যাবহার করে তাহলে MLE ভার্ডিক্ট দেয়া হয়।

Compilation Error : কম্পাইলার যদি তোমার প্রোগ্রাম টি সঠিক ভাবে কম্পাইল করতে না পারে তাহলে তুমি এই ভার্ডিক্ট পাবে। সাধারনত ভুল কম্পাইলার সিলেক্ট করলে, কোডে syntax error যেমন সেমি-কমা না দেয়া, ওপেনিং বা ক্লোজিং ব্র্যাকেট না দেয়া, কোন কি-ওয়ার্ডে বানান ভুল করা, ইত্যাদি ভুল থাকলে, void ফাংশন ব্যাতিত অন্য কোন ফাংশন থেকে কিছু রিটার্ন না করলে বা তোমার কোডে যদি এমন কিছু থাকে যা জাজের কম্পাইলার কম্পাইল করতে পারছে না তাহলে CE ভার্ডিক্ট দেয়া হয়।

Runtime Error : তোমার প্রোগ্রাম টি সঠিক ভাবে কম্পাইল করেছে কিন্তু এটি যদি নন-জিরো রিটার্ন করে টার্মিনেট হয় অথবা কোন সংখাকে শূন্য দ্বারা বিভাগ করে অথবা অ্যারে ওভারফ্লো, ভুল পয়েন্টার ব্যবহার, STL ব্যাবহারে অসাবধানতা, ইত্যাদি কারনে জাজ RE ভার্ডিক্ট দিয়ে থাকে।

Output Limit Exceeded : তোমার প্রোগ্রাম যদি অতিরিক্ত আউটপুট দিতে থাকে তাহলে OLE ভার্ডিক্ট দেয়া হয়। সাধারনত কোন কারনে যদি তোমার প্রোগ্রামের ইনফিনিট লুপ চলতে থাকে তাহলে এরকম সমস্যা হয়। 

Submission Error : তুমি যদি সঠিক ভাবে তোমার প্রোগ্রাম টি সাবমিট করতে না পার অথবা জাজ এর ইন্টার্নাল কোন ত্রুটির কারনে যদি তোমার প্রোগ্রাম টি সঠিক ভাবে সাবমিট না হয় তবে SE ভার্ডিক্ট দেয়া হয়।

Restricted Function : যদি জাজ মনেকরে যে তোমার প্রোগ্রামে এমন কোন ফাংশন আছে যা জাজিং সিস্টেমের ক্ষতি করতে পারে তাহলে RF ভার্ডিক্ট দেয়া হয়।




https://drive.google.com/file/d/0BxmaQHACFSwodmlRMGFxc0swQ3c/edit?usp=sharing



1 comment:

  1. Best casinos with video poker machines - JTM Hub
    Casino 경기도 출장마사지 in 양산 출장마사지 the city of Biloxi is a 부천 출장안마 unique casino located 강릉 출장마사지 in the heart of 동해 출장안마 Biloxi. You will be able to enjoy the game of video poker in an

    ReplyDelete